আমাদের সম্পর্কে

শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরনে, সমৃদ্ধ আগামীর দক্ষ মানুষ গড়ার প্রত্যয়ে...পাশে আছে শ্রীফলিয়া আইডিয়াল একাডেমি।
শ্রীফলিয়া আইডিয়াল একাডেমিতে অমনোযোগী ও কম মেধাবী ছাত্র-ছাত্রীদের মাতৃস্নেহে যত্ন সহকারে পড়ানো হয়। সন্তান আপনার, ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের।।
এখানে আছে একঝাক সৎ, দক্ষ ও মেধাবী শিক্ষক-শিক্ষিকা দ্বারা ক্লাস গ্রহনের ব্যবস্থা।
শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার পরিপূর্ন বিকাশ সাধনে আছে আবৃত্তি, অংকন, খেলাধুলা এবং শিক্ষাসফরসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম।